Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to District Controller of Food Office, Rajshahi Web Portal 


Amader orgon

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী দপ্তরের যথাযথ উদ্যোগরে ফলে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার বাজারে খাদ্যশস্যরে সরবরাহ এবং বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। ক্রমাগতভাবে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ায় রাজশাহী জেলা বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে পরিগণিত। ২০১৮ সালে রাজশাহী জেলায় ৫৫৩১ মে:টন গম প্রকৃত কৃষকরে নিকট হতে  সংগ্রহ করে কৃষকরে ব্যাংক হিসাবের বিপরীতে মূল্য পরিশে করা হয়েছে । সরকারি সংরক্ষণাগাররে ধারণক্ষমতা ২৪৯৫০ মে:টন হতে ২৭৯৫০ মে: টনে উন্নীত করা হচ্ছে ।